জ্বরের সর্বাপেক্ষা কার্যকরী ও সহজলভ্য ওষুধ হিসেবে সবারকাছেই গ্রহণযোগ্য ছিল প্যারাসিটামল। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে প্যারাসিটামল শিশুদের মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টি করে। এমনকি গর্ভস্থ ভ্রূণের মস্তিষ্কের বিকাশেও ভয়াবহ প্রভাব ফেলতে পারে এই খুব চেনা ওষুধ প্যারাসিটামল। উপসালা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ব্যাথা ও জ্বরের জন্য ব্যবহৃত প্যারাসিটামল ১০ দিন বয়সি কিছু ইঁদুরের ওপর প্রয়োগ করেন। তারা দেখেন পরিণত বয়সে এই ইঁদুর গুলির ব্যবহারে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে। এমনকি ইঁদুর গুলির স্মৃতি শক্তিও...

